দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিকদের মানববন্ধন

সরকার ঘোষিত বেতনভাতা প্রদান এবং ১১৪৭জন কর্মচারিকে কাজে লাগানোসহ ৪ দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির প্রবেশ পথে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে কয়লা শ্রমিকরা। এর আগে দাবির পক্ষে ব্যানার ফ্যাস্টুনসহ খনি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে তারা। করোনা ভাইরাসের বিস্তার রোধে ২৬ মার্চ থেকে ছুটি ঘোষণা করায় বর্তমানে বেকার অবস্থায় মানবেতর জীবন যাপন করছে তারা।

জীবন জীবিকার কাজ চাই, কোম্পানী বাঁচাও শ্রমিক বাঁচাও শ্লোগানে ওই কর্মসূচি পালন করেন খনি শ্রমিকর। কর্মসূচি এসময় বক্তব্য দেন কয়লা বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি এবং সাধারন সম্পাদক আবু সুফিয়ানসহ অন্যান্যরা। বকেয়া বেতন ভাতা ছাড়াও চুক্তি অনুযায়ী ঈদ বোনাস এবং খনির অর্ভ্যন্তরে কর্মরত শ্রমিকদের ফেস বোনাস প্রদানসহ চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি ও এক্সএমসির অধিনে কর্মরত স্থানীয় শ্রমিকদের বেতন ভাতাসহ সকল সুযোগ সুবিধা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক ভাবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসেেছ তারা।