মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতির ঘোষণায় বগুড়ায় বিএমটিপি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

করোনা দুর্যোগে স্বাস্থ্যবিভাগকে জিম্মি করে বগুড়াসহ সারাদেশে আগামী বৃহস্পতিবার মেডিকেল টেকনোলজিস্টদের একটি গোষ্ঠী বিভিন্ন দাবিতে ২ ঘন্টার কর্মবিরতি ঘোষণা করেছেন যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উক্ত কর্মবিরতি প্রত্যাহারের আহব্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিএমটিপি বগুড়া শাখার দপ্তর সম্পাদক জনি আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুলাই মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন বিপিএসএমটিএ এবং বিএমটিএ স্বাস্থ্য-অধিদপ্তরের সামনে মানব-বন্ধন করে দেশব্যাপী একযোগে তাদের সংগঠনের একটি গোষ্ঠীকে নিয়ে বিভিন্ন দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতির ঘোষনা দিয়েছে যা করোনা মহামারীতে স্বাস্থ্যবিভাগকে জিম্মি করে সুবিধা আদায়ের
সামিল বলছে পেশাজীবি টেকনোলজিস্টদের সংগঠন বিএমটিপি। বিজ্ঞপ্তিতে বিএমটিপি’র জেলা শাখার সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার বলেছেন, করোনা মোকাবেলায় জনবল সঙ্কটে এমনিতে হিমশিম খেতে হয়েছিল সকল
স্বাস্থ্যকর্মীদের। সেই পরিস্থিতিতে দেশব্যাপী সেচ্ছায় এগিয়ে এসে কাজ শুরু করেছিলেন সেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টগণ। একদিকে টেকনোলজিস্ট সংকট এবং অন্যদিকে করোনা মহামারী যার মাঝে বিএনপি ও জামায়াত এর নীল
নকশা অনুযায়ী এবং সরকারবিরোধী এক সাংসদের কুপ্ররোচনায় বিপিএসএমটিএ এবং বিএমটিএ এর টেকনোলজিস্টদের এই কর্মবিরতি ঘোষনা কোনভাবেই কাম্য নয় যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সে। এছাড়াও তিনি বলেন, করোনা দুর্যোগে সেচ্ছাসেবীরা এগিয়ে না আসলে প্রতিদিন প্রায় ১৫ হাজার টেস্ট করা কখনই সম্ভব হতো না তাই করোনা দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত বিএমটিপি’র সেচ্ছাসেবকরা মাঠে থাকবে এবং প্রয়োজন
অনুযায়ী আরো সেচ্ছাসেবীকে মাঠে নামানো হবে। বিজ্ঞপ্তির শেষে বলা হয়, প্রধানমন্ত্রী দেশব্যাপী করোনা মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে বলেছেন।
দেশে করোনা আক্রান্ত রোগীদের পরীক্ষা নিশ্চিতকরণে রাষ্ট্রপতির নির্দেশে ইতিমধ্যেই ১৪৫ জন টেকনোলজিস্টকে নিয়োগ দেয়া হয়েছে। গত ৩০ জুন
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বানচালের জন্যেই সেই কুচক্রী মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে বিএমটিপি। স্বাস্থ্যখাতকে জিম্মি
করে কর্মবিরতি কর্মসূচী দেওয়ার জন্যে বিপিএসএমটিএ এবং বিএমটিএ নেতৃবৃন্দদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। সেই সাথে
মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগসংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তারও দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) বগুড়া জেলা
শাখা। খবর বিজ্ঞপ্তির