কালিগঞ্জে করোনা উপসর্গে মাওলা বক্স নামে এক ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শেখ মাওলা বক্স (৪৭)। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাজারগ্রাম রহিমপুর গ্রামের শেখ আতা এর পুত্র। প্রাপ্ত তথ্যমতে, মাওলা বক্স প্রায় এক সপ্তাহ যাবৎ জ্বরে আক্রান্ত হয়ে নিজ গৃহে অবস্থান করছিলেন। তার মা রবিবার রাতে করোনা উপসর্গ নিয়ে মারা যান। সোমবার তার দাফন সম্পন্ন হয়। আজ মঙ্গলবার ভোর ৫ টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে ডাক্তারেরা তাকে খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দিলে খুলনা নিয়ে যাওয়ার পথে সকাল ৮ টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকতা ডা. শেখ তৈয়েবুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, কুশুলিয়া করোনা এক্সপার্ট টিমের টিম লিডার শেখ মাহামুদুর রহমান হাসান ও সদস্য শেখ আতিকুর রহমান সেখানে যান। শেষ খবর অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন ও নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছিল।