ঈশ্বরদী পৌর শ্মশানের চিতা রিমডেলিং ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে চিতা রিমডেলিং ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু। ঈশ্বরদী পৌর এলাকার হিন্দু সম্প্রদায় এবং সাঁড়া গোপালপুর পূর্বপাড়া এলাকাবাসীর সুবিধার্থে মেয়র মিন্টু পৌরসভার পক্ষ হতে চিতা রিমডেলিং ও পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্যোগ গ্রহন করেন। রেলগেট হতে শ্মশান পর্যন্ত এই নতুন পাকা রাস্তা নির্মাণ হলে শ্মশানে দাহ কাজ ও পূজা-পার্বনে হিন্দু সম্প্রদায়ের এবং সাঁড়া গোপালপুর পূর্বপাড়া এলাকার মানুষের যাতায়াতের দীর্ঘদিনের দূর্ভোগ দূরিভূত হবে।
চিতা রিমডেলিং ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী আলহাজ¦ আব্দুল আউয়াল, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান অঞ্জন, কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, এলবাস ইলিয়াস হোসেন, মনিরুল ইসলাম সাবু, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, এলাকার বিশিষ্ঠ ব্যক্তি আলহাজ¦ তহুরুল ইসলাম মানিক, শ্মশান পরিচালনা কমিটির সহ-সভাপতি নিলু রঞ্জন সরকার, রমেন্দ্র নাথ কর্মকার বেল্টু, সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু, সহ-সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস, মিলন কর্মকার, দীপু চৌধুরী, কোষাধ্যক্ষ মাধব চন্দ্র পাল, কার্তিক কর্মকার, সুবাস পাল, সজিব কর্মকার, মন্টু কুমার দে, বাদল দে, স্বপন রায়, চন্দন সরকার মনি বাঁশফোড় প্রমূখ।