লালপুরে বাবার ট্রলি চাপায় শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি ঃ নাটোরের লালপুরে বাবার ট্রলির চাপায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩মার্চ ২০২৫) রাত পৌনে আটটার দিকে উপজেলার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এঘটান ঘটে। নিহত শিশু মুরসালিন (৩) কাজীপাড়া গ্রামের মিন্টুর ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায় মিন্টু রাতে ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন। শিশু মুরসালিন ট্রলির শব্দ শুনে দৌড় দিয়ে বাড়ির সামনে আসলে ট্রলির নিচে চাপা পরে গুরুতর আহত হয়। এসময় আহত মুরসালিনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য রজব আলী জানান মিন্টু পেশায় একজন ট্রলি চালক। তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মুরসালিন সবার ছোট। মিন্টু রাতে ট্রলি নিয়ে বাড়িতে ফিরেন। এসময় তার ছোট ছেলে ট্রলির শব্দ শুনে বাড়ির বাহিরে আসলে ট্রলির নিচে চাপা পরে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।