এস এম আলম, ৪ জুলাই: দীর্ঘদিন সংস্কারের অভাবে যানবাহন চলাচরের অযোগ্য হয়ে পড়েছে পাবনার হাজিরহাট-সুজানগর সড়ক।রাস্তায় বড় বড় গর্তের কারনে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। পাবনার বাস
টার্মিনাল থেকে সুজানগর উপজেলা সদরে যাওয়ার একমাত্র সড়ক এটি।
এ সড়কের হাজিরহাট থেকে সুজানগর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তার এতটাই বেহাল দশা যে যানবাহন চলাচলই দুরহ হয়ে পড়েছে।
জেলার গরুত্বপুর্ন এ আঞ্চলিক সড়কে প্রতিদিন চলাচল করে সুজানগর উপজেলাসহ শতাধিক গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। সড়কে বড় বড় খানা
খন্দের কারনে জীবনের ঝুকি নিয়ে চলাচল করে । এই লিংক রোড সুজানগর কে মহাসড়কের এর সাথে সংযুক্ত করেছে । এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান হাট বাজার স্কুল কলেজ রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি বর্তমানে খালে পরিণত হয়েছে। হালকা বর্ষণে এই রাস্তায় জলা বদ্ধতা, কাদা মাটিতে পরিপূর্ণ হয়ে পড়ে ।
প্রায় অকেজো এই রাস্তায় মালবাহী গাড়ি চলাচলে চরম দুর্ভোগে রয়েছে চালকগণ। ঘনঘন দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন । পথচারী, বাইক আরোহী প্রায় সখলের চলাছলে বিঘœ সৃষ্টি হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করে যানবাহন চলাচল নির্বিঘœ করার দাবী স্থানীয়দের।