বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সমাজে থাকা করোনা পজেটিভদের চিহ্নিত করতে ব্যাপকহারে সর্বসাধারণের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ‘কোভিড-১৯ নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন করা হয়েছে। শতবছরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীদের অর্থায়নে বুথটি স্থাপন করা হয়।মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে বুথটির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ কামরুজ্জামান। এরপূর্বে সোমবার দুপুরে একই উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘বাংলাদেশ হেলথ ডেভলাপমেন্ট ইনিসিয়েটিভ (বিএইচডিই)’ অর্থায়নে স্থাপিত আরেকটি বুথ উদ্বোধন করেন তিনি। ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী ইউসিবিএল ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক মতিউর রহমানের সভাপতিত্বে ও মোহাম্মদ কাওছার খানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুর রহমান মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।এসময় যুক্তরাজ্য প্রবাসী গিয়াস উদ্দিন, দি ওয়ান পাউন্ড হাসপাতালের কো-অর্ডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, বাচাঁও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।