ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের
মধ্যনগর সদর বাজারের ট্রলার ঘাটটি মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল যাত্রীদের
দূর্ভোগ নেই কোনো ওঠানামার সুবিধা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার মুখে
পরতে পাড়ে পথযাত্রীরা,দেখার মতো কেউ নেই। ভাটির রাজধানী মধ্যনগর বাজারে
পথযাত্রীদের আসা যাওয়ার একমাত্র বাহন নৌকা, বর্ষা মৌসুমে প্রতিদিন শত শত
নৌযান বিভিন্ন মালামাল সহ যাত্রীদের ওঠানামায় দূর্ভোগ পোহাতে হচ্ছে আখড়া
ঘাটে। যেখানে তাহিরপুর, জামালগঞ্জ, নেত্রকোনার কলমাকান্দা সহ বিভিন্ন এলাকা
থেকে আসা ইঞ্জিন চালিত নৌযানের একটি মাত্র ট্রলার ঘাট, যার নাম আখড়া
ট্রলার ঘাট নামে পরিচিত, পাশেই বৃহত্তর কাঠ মহাল রয়েছে যেখানে একাধিক হাজার
টন কাঠ ওঠানামার কারণে যাত্রীরা তারাহুরায় প্রায়েই দুর্ঘটনার শিকার হতে
দেখা গেছে। এবং বিভিন্ন এলাকা থেকে আসা যাওয়ার পথযাত্রী, ব্যবসায়ী,চাকুরী
জীবি নানান পেশার মানুষেরা মারাত্মক দুর্ঘটনার আশংকায় ভুগছে। দির্ঘদিনের এই
সমস্যটি বাজার বনিক সমিতির সভাপতি বা স্থানীয় চেয়ারম্যান কারোই নজরে আসছে
না। সুনামগঞ্জ জেলা শাখার বঙ্গবন্ধু পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক শেখ
মোহাম্মদ আলী হোসেন প্রতিনিধিকে জানায়, ঐতিহ্যবাহি মধ্যনগর বাজারের সবচেয়ে
বেশি মানুষের যাতায়াতের ট্রলার ঘাট আখড়া ট্রলার ঘাট, অনেক পূরাতন ছোট্ট
একটি পাকা লঞ্চ টার্মিনালের স্লাব থাকলেও যেকোনো মূহুত্ত্বে ধসে পড়ার
সম্ভাবনা আছে, এতে জনমানুষের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এই বিষয়ে নদীর
পাড়ের ট্রলার ঘাটটি জনজীবনের দুর্ভোগ ও দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে ঘাটের
উন্নতির লক্ষ্যে পাকাকরণ যাত্রী ছাউনি পূর্ণ নির্মাণ কাজের ব্যবস্হা গ্রহনে
সরকারের কতৃপক্ষ সুদৃষ্টি দিতে এলাকাবাসী জোর দাবী জানাচ্ছে।