যেসব ভোরে হঠাৎ ঘুম ভাঙে
আমি বুঝি তুমি এসেছো
সেই প্রথম ভোরের মতোই
আমার সমস্ত অ-সুখ সেদিন সুখ হয়ে যায়
অগাধ শ্বাসেরা উৎসব পালন করে উপশিরা জুড়ে!
তোমার স্পর্শ
শরীরের চেয়ে দামি
নিরাময় চেয়ে অনেক রাত কাটিয়েছি তাই,
অবশেষে নিয়মে নীরব
জলের মতো সত্যিটা দাগ রেখে যায়।
দিন যায়
দূরত্বটা ক্রমেই বেড়ে চলে
আবার যুদ্ধের ছায়া
আবার শোক সাজানো অপরাহ্ন দীর্ঘতর হয়!
আমি ভোরের প্রতীক্ষায়
যদি অনাগত সেই ভোরের সুতোর শেষ প্রান্তে থাকো প্রথমদিনের তুমি!