উপসহকারী কৃষি কর্মকর্তা ( এস.এ.এ.ও) পদে বৈষম্যর শিকার হয়ে ঢাকা সহ ৩০ জেলায় মানববন্ধন করেছে বঞ্চিত ছাত্র ছাত্রীবৃন্দ । সকালে পাবনা প্রেস ক্লাবের সামনে প্যানেল নিয়োগে অনিয়মের ফলে বঞ্চিত ছাত্র ছাত্রীবৃন্দ মানববন্ধন করেন। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ( এস এ এ ও) পদে ২০১৮ সালের ১৬৫০ পদের প্যানেল নিয়োগে সুষ্ঠু ভাবে জেলা কোটা না মানার পরিপ্রেক্ষিতে হাই কোর্টে রিট করা হয় । ফলস্বরূপ নিয়োগ কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেয়া হয় ও দ্রুত মামলা নি®পত্তি এবং দ্রুত জবাব দিতে তাগাদা দেয়া হয় কৃষি সম্প্রসারন
অধিদপ্তরকে। এখন হাই কোর্টের রুল সমূহের জবাব না পাওয়ায় নিয়োগ কার্যক্রম প্রায় নিষ্ক্রিয় হয়ে পরেছে। এমতাবস্থায় উপসহকারী কৃষি কর্মকর্তা পদে বৈষম্যহীন ভাবে জেলা কোটা মেনে পুনঃনিয়োগ প্রক্রিয়া আবেদনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি প্রদান করে বঞ্চিত ছাত্র ছাত্রী বৃন্দ। পাবনা সহ মোট ৩০ জেলায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।