পাবনা জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চাটমোহর রাজা চন্দ্র নাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত প্রবীণ শিক্ষাবিদ প্রাক্তন প্রধান শিক্ষক সরকার মো. ফসি উদ্দিন আহমেদ ও তার স্ত্রীসহ পরিবারের ৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
তাহার ভাতিজা সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা (অব:) মো. শহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি ঢাকার মিরপুর এলাকায় ছেলের বাড়িতে অবস্থান কালে স-স্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। একই সাথে ছেলে, পুত্রবধূ, নাতি সহ ওই পরিবারের মোট ৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের শরীরে উল্লেখযোগ্য উপসর্গ না থাকায় প্রায় গত ১০দিন যাবৎ সকলেই ‘হোম আইসোলেশন’-এ রয়েছেন। তাদের শরীরের অবস্থা অনেকটা স্থিতিশীল রয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন।
করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে.এম বেলাল হোসেন স্বপন।