প্রিয় সখি জেগে ওঠো

এনামুল হক টগর

প্রিয় সখি,জেগে ওঠো,জেগে ওঠো,আবার জেগে ওঠো আর্দশ লড়াইয়ের প্রত্যাশা।
পৃথিবীতে এখন মহমারী কালো রাত আর আরক্তিম আকাশ,
আসমানে চন্দ্র তারকা ও গ্রহগুলো জেগে আছে কঠিন ক্ষুধা আর তীব্র পিপাসায়!
মৃত্তিকার গাছে গাছে পাখিরা জেগে আছে বিপন্ন বিষণ্ন করুণ জীবন ব্যথায়।
রহস্যভরা এই বৃহৎ জগত যেন ক্ষোভে বিক্ষোভে বিপ্লবী
রুদ্ধ আকাশ রুদ্ধ বাতাস রুদ্ধ গ্রাম নগর রাস্তা ঘাট রুদ্ধ বস্তিগুলো যেন বেদনায় ক্লান্ত আজব।
নীরব মাকড়শায় ভাইরাস আর বিশ্ব-মগজকে ক্যান্সার ঘিরে ধরেছে বিস্ময় অবাক!
জঙ্গিবাদ নাস্তিবাদ মাদকবাদ দূর্নীতিবাদের অপশক্তির দম্ভে সমাজ যেন ক্ষয়ে যায় নির্বাক!
সময়ের সাহসী দেশপ্রেমিক ও ন্যায়পরায়ণ দক্ষ বন্ধুরা জেগে ওঠো আর শোন,
এখন মহামারী ও অপরাধীদের বিরুদ্ধ আমরা প্রবল সংগ্রামী ও যুদ্ধরত আহবানে জাগরণ।
এসো বন্ধু শীঘ্রই এসো,দেশ সমাজ ও পৃথিবীর ঘরে ঘরে জ্ঞান ছড়াই,
আর সত্য আলো জ্বালাই বিশোধন ও পরিশুদ্ধ চেতনায় মহা-সংস্কার অথই।
সহস্র যুগ-যুগান্তরের রাস্তায় আর ভূমিতে ভূমিতে নতুন উৎপাদন ও নির্মাণ করি,
আধুনিক মজবুত টেকসই পণ্য আর পরিপক্ক শস্য ভান্ডার।
আমাদের বিপ্লবের ঝড় ও সংগ্রামে জেগে উঠুক এই মহা-বিশ্বের মানবতার সেবা অশেষ।
আমাদের কর্ম চেতনায় সমগ্র পৃথিবী ও প্রিয় বাংলাদেশ জেগে উঠুক আর্দশ বিশেষ।
খুব শিঘ্রই আমরা সময়ের দরজা খুলে দেখতে পাবো প্রভাত কিরণের পরিপূর্ণ সকাল নতুন।
কাঁচা রংয়ের সোনালী রৌদ্রে বিচিত্র পাখিরা গাইবে গান।
আমাদের স্বপ্ন আর বাসনাগুলো ছুঁয়ে যাবে বিদগ্ধ প্রেম আর ভালোবাসা জীবন।
ছেলেবেলায় এক কিশোর বন্ধু দূর থেকে উড়ন্ত ঢিল নিশানা করে,
আমার মাথাটাকে করেছিল আঘাতে ক্ষত-বিক্ষত ও রক্তাক্ত হাহাকার,
তাঁর শরীরে ছিল শেলাই করা অভাবের পুরনো জামা,
সেই অতীত দিনের বাল্যবন্ধু আজ তুৃমি কোথায়, কতদূর তোমার জীবন জনম?
আমাদের প্রেম ও ভালোবাসার সৌন্দর্যভরা স্মৃতিগুলো
বুকে নিয়ে আমি আজও তোমাদের খুঁজি অবুঝ,
সখি তুমি কোথায়? আর পুরনো সেই বন্ধুরা আজ কতোদূর,কোথায় কেমন আছে?
তুমি কি বন্ধু তাদের ঠিকানা জানো?
ফিরে এসো সখি,ফিরে এসো প্রিয় বন্ধুরা,আবার নতুন,
আমরা জাগে উঠি দেশ সমাজ আর প্রিয় পৃথিবীতে কর্ম চেতনায় মহা-বন্ধন।
সময়ের নিপুণ সংস্কার নির্মাণ আর সভ্যতার চেতনায় গড়ে তুলি আধুনিক বিশ্ব সজিব!
তারপর মানবতার সেবা দেই আর মহাকালের প্রেমে সভ্যতা ছড়াই কল্যাণ দীর্ঘজীবী।