দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নেত্রকোনার দুর্গাপুর পৌর সদরের আশপাশ এলাকায় বিভিন্ন লোকজনের মুখে মাক্স না থাকায় এবং প্রশাসনের নির্দেশনা থাকার পরও বিকাল ৪ টার পর দোকান খোলা রাখার অপরাধে মোবাইল
কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়। আজ সোমবার বিকেলে পৌর সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ও মাস্ক না পরায় পথচারীদের সর্বমোট ৭৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মি. রুয়েল সাংমা প্রতিবেদককে জানান, বর্তমান সময়ের করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবিলায় সরকারের গৃহিত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় পৌর সদরের সবক’টি রাস্তায় যেসব লোকদের মুখে মাক্স নেই,তারা যাতে মাক্স ব্যবহারে সচেতন হয় সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বেশকজন কে অর্থদন্ড করা
হয়েছে। এ অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে।