দক্ষিণ কালেঙ্গায় ঝুঁকি নিয়ে বসবাস করছে একটি পরিবার

কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দক্ষিণ কালেঙ্গা গ্রামে ঝুঁকি নিয়ে বসবাস করছে একটি পরিবার। যে কোন সময় ঘরের দেয়াল ধসে মারান্তক রকম বড় ধরনের কোন দূর্ঘঠনা ঘঠে যেতে পারে। ঘঠনার বিবরনে জানা যায়- দক্ষিণ কালেঙ্গা গ্রামে পাহাড়ের একটি সমান্তরাল জায়গায় কামাল মিয়া ও তার স্ত্রী বকুল বেগমসহ পরিবারের ৪ সদস্য দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। কিন্তু, একই এলাকার হাসন মিয়ার পুত্র বাছির মিয়া তাদের নির্মাণকৃত ঘরের দেয়াল ঘেঁষে মাঠি কাঠার কাজ শুরু করেন। এ সময় কামাল মিয়াগংরা বাঁধা প্রদান করলেও মাঠি কাঠার কাজ অব্যাহত রাখেন বাছির। এ ব্যপারে জানতে চইলে বকুল বেগম এর ভাই কালেঙ্গা বাজারের ব্যবসায়ী মোঃ শাহ আলম বলেন- বিষয়টি স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যানকে অবগত করা হয়েছে। আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করব। বাছির মিয়া আমার বোনের ঘরের দেয়াল ঘেঁষে মাঠি কেটে জায়গাটি নিচু করে দিয়েছে। ফলে,ঘরের দেয়াল ধসেপড়ে পরিবারের লোকজন ক্ষতিগ্রস্থ হতে পারে। অপরদিকে,একই ভাবে পার্শ্বের একটি পরিবার বিষয়টি স্থানীয় লোকজনদের অবগত করলেও সমাধান হচ্ছেনা। বাছির আমার বোনের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।