ভালোবাসার মৃত্যু

এনামুল হক টগর

আমার গভীর প্রেম আর ভালোবাসার স্বপ্নগুলো আজ বেদনায় ব্যর্থ ও নিরুপায়,
কঠিন সন্ত্রাস লুটেরা আর দূর্নীতির বিষে জর্জর পৃথিবী ক্ষুধায়!
আশার বাসনা ও স্বপ্নগুলো ঝরে যায় মৃত্যুর চক্র ধারায় বিস্ময়!
এই দেশ সমাজ আর পৃথিবীর ইতিহাস খুব আর্দশ সভ্যতার আবার কঠিন নির্মম,
সব ব্যস্ত জীবন ও প্রাণশক্তির যৌবনকেই চেনা বড় কঠিন সময়ের জনম জনম।
ন্যায়ের পথে দেশপ্রেমিক যারা বিদগ্ধ তাদের জীবন
ইতিহাস তাদেরকে অনুসন্ধান ও আলিঙ্গন করে কতো স্নেহ মমতা ও ভালোবাসা নয়ন।
পৃথিবীর দরজার সামনে ছোট ছোট রাস্তা ও অসংখ্য শক্ত দেয়াল!
প্রতিদিন প্রতিরাতে সেই পথ দিয়ে পথচারী হেঁটে যায় বহুমুখী কৌশল,
আনেক দেশপ্রেমেিক আর রাজনীতিবিদরাও হেঁটে যায়
কিছুক্ষণ পর লুটেরা সন্ত্রাসী দূর্নীতিবাজরাও হেঁটে যায়
আবার নর্তকী বেশ্যা ও ঘাতক অপরাধীরাও হেঁটে যায়
কেউ কেউ গোপনে ঘাতকের রূপে ইশারায় রক্তঝরায়
পরিশুদ্ধ দেশপ্রেমিকই জানে কে সৎ আর কে অসৎ কি তার পরিচয়।
আমি সত্যকে চিনতে পারিনি কিন্তু চেনার চেষ্টা করি,
তোমরাও সত্যকে চেনার চেষ্টা করো ধীরে ধীরে নতুন সংস্কার।
সত্যকে না চিনলে প্রতিদিন ও প্রতিরাতে দেখবে নির্মাণ অবাক বিস্ময়
সত্য না চিনলে আমাদের ভালোবাসাগুলোর মৃত্যু হবে সন্ত্রাস ও মাতালের হাতে অসহায়!
আর আমাদের বাস্তবতা প্রেমগুলো ব্যথিত হবে ঝরে যাবে নিরুপায়।
তখন সময়ের সুন্দর ফুল ফল নির্মাণ ও জীবনের ভালোবাসাগুলোর মৃত্যু হবে অসম্যের ক্ষুধায়।