নাটোরের বড়াইগ্রামে করোনার কারণে কাজ হারিয়ে অর্থাভাবে স্বামী-স্ত্রীর কলহের জের ধরে আত্মহত্যা করেছেন জুয়েল রানা (২৪) নামে এক ট্রাক চালক।
শনিবার সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের নওদাজোয়াড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা নওদাজোয়াড়ী গ্রামের দুলাল হোসেনপ্রামাণিকের
ছেলে।
স্থানীয়রা জানান, করোনা সংকটে কর্মহীনতার কারণে জুয়েলের আয়-রোজগার বন্ধ হয়ে যায়। এ অবস্থায় দৈনন্দিন চাহিদা পুরণ করতে না পারায় মাঝে মাঝেই
সংসারে কলহের সৃষ্টি হতো। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে পুনরায় এ নিয়ে স্ত্রীর সাথে জুয়েলের তর্ক-বিতর্ক হয়। কিছু সময় পরে স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা পাশের ঘরে টিভি দেখার সময় জুয়েল নিজ শোবার ঘরের তীরের সাথে তোয়ালে বেঁধে গলার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এক পর্যায়ে বাড়ির সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখে জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর দিলে
পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) সুমন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের আবেদনের ভিত্তিতে পোষ্টমর্টেম ছাড়াই নিহতের লাশ দাফন করা হয়েছে।