চাটমোহরে ফসলি জমিতে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

পাবনার চাটমোহরে শনিবার (২০জুন) ফসলি জমির মাটি কেটে পুকুর খনন করার অভিযোগে ভ্রাম্যমান আদালত এক্সেভেটর মালিককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত হলেন পাবনার আটঘরিয়া উপজেলার রতিপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে বাবু হোসেন
(৪৫)।ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে ফসলি জমিতে পুকুর খনন করা
হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইকতেখারুল ইসলাম ছাইকোলা ইউনিয়নের পশ্চিমপাড়া ভায়রার মোড়ে অভিযান চালায়। এসময় জমির মালিক,মাটি কাটার ঠিকাদার পালিয়ে গেলেও বাবু হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। এসময় থানার এসআই মুরাদ হোসেন ও এসআই বিজিত গুণ আদালতকে সহায়তা করেন।