পাবনায় করোনা উপসর্গে মারা গেলেন ইউপি সচিব

করোনা উপসর্গে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজেউন। শনিবার হাফিজুর রহমানকে গ্রাামের বাড়ি দোগাছি গ্রামে দাফন করা হয়েছে। শুক্রবার রাত পৌনে বারটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান
তিনি। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, গেল প্রায় এক সপ্তাহ ধরে জ¦র ও কাশিতে ভুগছিলেন হাফিজুর রহমান। শুক্রবার
দুপরে তার শ^াস কষ্ট শুরু হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হঠাৎ করেই অবস্থার অবনতিতে আইসিইউ এর প্রয়োজনীয়তা
দেখা দেয়ায় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
হাফিজুর রহমানের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাবনা জেলা প্রশাসন আইসিইউএর ব্যবস্থা করেছিলো। তবে সেখানে নেবার পূর্বেই তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য হাফিজুর রহমানের নমুনা কয়েকদিন আগে রাজশাহী পাঠানো হয়েছে, পরীক্ষার রিপোর্ট এখনো
আসেনি।
ইউএনও জয়নাল আবেদীন আরো জানান, করোনাকালে ত্রাণ কার্যক্রম ও সরকারি সুবিধাদি তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে নিরন্তর
পরিশ্রম করছিলেন তিনি। তার মৃত্যুতে পাবনাবাসী একজন নিবেদিত প্রাণ কর্মীকে হারালো।