রাজশাহীতে প্রকাশ্যে ৩৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

রাজশাহীতে প্রকাশ্যে দিনদুপুরে ভিভো শো-রুমের ৩৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর পৌনে ১টার দিকে নগরীর অলোকার মোড়ে এ ঘটনা ঘটে। তবে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বলছে ছিনতাইয়ের ঘটনা সাজানো নাটক। ভিভোর শো-রুমের মালিক অঞ্জন কুমার রায় জানান, তার দুই কর্মচারি ফায়সাল ও সোহেল দুপুরে দুটি ব্যাগে করে মোট ৩৭ লাখ ৩৭ হাজার টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার জন্য শোরুম থেকে বের হন। এসময় রাস্তায় মোটরসাইকেলে দুই যুবক এসে একজনের কাছে থাকা একটি ব্যাগ নিয়ে চলে যায়। মোটরসাইকেলটি সাহেববাজারের দিক থেকে এসেছিল। মোটরসাইকেলের পেছনে বসা যুবক ৩৩ লাখ টাকা থাকা ব্যাগটি কেড়ে নেয়। এরপরই মোটরসাইকেলটি নিউমার্কেট হয়ে রেলগেটের দিকে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এবিষয়ে বোয়ালিয়া থানার (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান,সিসিটিভি ফুটে দেখা যাচ্ছে, দোকানের ছেলেটি দুটি ব্যাগ হাতে নিয়ে হাঁটছিল সড়কে।এসময় রিক্সার মতো ধীরগতিতে আসা মোটরসাইকেলের দুই আরোহীর একজন একটি ব্যাগ টান দিয়ে নিয়ে চলে যায়। ওই ব্যাগেই নাকি ৩৫লাখ টাকা ছিল। কিন্তু আরেকটি ব্যাগে (একশ’ টাকার নোট) একলাখ টাকা ছিল। সেটা ছিনতাই হয় নি। রহস্যজনক বিষয় হলো-মোটরসাইকেল আরোহী ব্যাগটি নেয়ার সময় বহনকারী কোনো চিৎকার করে নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। তাদের গতিবিধি ও কর্মতৎপরতা দেখেই মনে হচ্ছে এটি সাজানো ঘটনা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য,এর আগে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি অলোকার মোড় এলাকার এই ভিভোর শোরুমে আগুন লাগে। এসময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ওইদিন সকালে স্থানীয়রা সাঁটারের ফাঁক দিয়ে ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। এরই মধ্যে ভিভো শো-রুমের কর্মী ফয়সাল দোকানের সাঁটার খুলে ভেতরে ঢুকলেই আগুনের তাপে কাঁচ ফেটে ছড়িয়ে পড়লে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।