তোমাদের জীবন উৎসর্গ মহাকালে অমর

এনামুল হক টগর

এই কঠিন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তোমরা বীর সাহসী ও বিনয় মহৎ!
দেশপ্রেমিকরাতো সার্বজনীন মূল্যবোধ ও জাতির কল্যাণেই জীবন উৎসর্গ করতে প্রস্তত।
শ্রদ্ধা সৎ রাজনীতিবিদ প্রশাসনিক কর্মকর্তা সেনাবাহিনী ডাক্তার পুলিশর্্যাব সাংবাদিক
সেচ্ছা সেবক নার্স ও সময়ের দেশপ্রেমিকদের ঐক্য।
পৃথিবী এখন অন্তিম কারবালার মতো লাশ আর লাশে রক্তাক্ত বিষাদ!
দানব ভাইরাসের ভয়ংকর অপশক্তি মানবের প্রাণশক্তি ছিনিয়ে নিচ্ছে সর্বদা।
আর গ্রাস করছে মানবতার আর্দশ সভ্যতা ও প্রেমপ্রীতি ভালোবাসার অন্তর,
এই কঠিন রণক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার পুলিশ নার্স ও সাংবাদিকরসহ দেশপ্রেমিকরা
জাতির সেবায় জীবনকে উৎসর্গ করছে বার বার।
তোমাদের জীবন যেন অবিস্মরণীয় অভিজ্ঞতায় আলোকপ্রাপ্ত ও প্রজ্ঞাময়!
তোমাদের বিবেক যেন বিস্ময় বিকশিত জ্ঞানের চেতনায় অনাবিল চৈতন্যময়।
বিশোধন মহা-প্রেমের গভীরেই তোমাদের নাম লিখা হবে মহান রবের জান্নাত!
সূর্যকিরণ প্রাপ্ত সম্পদের মালিকের চেয়েও তোমরা অতি উত্তম সেবায় মহৎ।
সময় ও মহাকাল তোমাদেরকে মনে রাখবে ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণ অক্ষরে অমর,
মৃত্যুতো আসবেই তবু জীবন সব সময়ই তাঁর গতি ও চক্র অতিক্রম করতে চায়!
কিন্তু জীবনের চেয়ে মৃত্যুর শক্তি প্রবল তাই অনিচ্ছে সত্ত্বেও মৃত্যু সামনে এসে দাঁড়ায়!
প্রতিটি মানবই এই বৃহৎ পৃথিবীর একটি ক্ষুদ্র পৃথিবী!
তোমাদের জীবন উৎসর্গ আগামী বংশধরদের জন্য শান্তির বার্তা ও সভ্যতার মহা-আদব।
তোমরা অমর তোমরা ইতিহাস তোমরা শান্তির আর মহাকালের হৃদয়ে চির-সজিব।