মৌলভীবাজারে পিসিআর ল্যাব স্থাপনের দাবি


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ
সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)। গত ১৭ জুন‘ তার ফেসবুক লেখেন- “অনেকের করোনার রিপোর্ট
পজিটিভ এসেছে। অথচ তারা করোনার টেস্ট এর জন্য (সিম্পল) জমা দিয়েছিল আজ থেকে ১০ দিন আগে। যদি মৌলভীবাজেরে করোনা টেস্ট এর ল্যাব থাকত, তাহলে ১ দিনের ভিতর রেজাল্ট পাওয়া যেত। আমার কথা হচ্ছে, রেজাল্ট না পাওয়ার
কারনে যারা আক্রান্ত হয়েছেন, তারা এই ১০ দিনে তাদের পরিবারসহ যার যার সাথে দেখা করেছে, কিংবা মিশেছেন তারা সবাই তাদের মাধ্যমে করোনায় আক্রান্ত হয়েছেন। এইভাবে যদি রেজাল্ট আসতে দেরি হয়, তাহলে আমাদের
মৌলভীবাজার জেলায় মহামারি আকারে রুপ নেবে। অতিসত্বর মৌলভীবাজারে করোনার পরীক্ষার ল্যাব স্থপন করা হোক। অন্যথায় মৌলভীবাজের সাধারণ মানুষের জীবন বাচাতে ছাত্র সমাজ মাঠে থেকে এই দাবি বাস্তবায়ন করবে”।