লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের৷ সদর উপজেলায় ফুসলিয়ে প্রতিবন্ধী বিধবা মায়ের জমি নিজের বউয়ের নামে লিখে নিয়ে মারফিট করে বাড়ি থেকে থেকে বের করে দিয়েছে ছেলে আব্দুল ও ছেলের বউ আলেয়া বেগম।ওই বিধবার নামঃ হালিমা বেওয়া,পিতাঃ মৃতঃ আলিমুদ্দীন,গ্রামঃ গবাই,পোষ্টঃ ভোলার চওড়া,ইউনিয়নঃ মহেন্দ্রনগর,থানা ও জেলাঃ লালামনিরহাট।ওই ৭০ বছরের প্রতিবন্ধী বিধবা মহিলা ৮-৯ মাস থেকে প্রতিবেশি মকবুল হোসেনের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবন যাপন করছে। এঘটনাটি লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার নজরে পড়লে তিনি রাতারাতি বিধুবার বাড়ীতে ছুটে যান। সেখানে যেয়ে ঘটনার বিস্তারিত সত্যতা পান। এসময় ছেলে আব্দুল তার স্ত্রী সটকে পরেন। পরে আব্দুলের তিন ছেলে তার দাদীকে ফিড়িয়ে আনার প্রতিশ্রতি দিলেও অদ্যবদি হয়েছে তার উল্টো। এসময় সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল ওয়াহাবসহ আওয়ামীলীগ নেতা ও অর্ধশত প্রায় লোকজন উপস্থিত ছিলেন।পরিশেষে নিরু পায় হয়ে প্রতিবন্ধি বিধুবা (৭০) গতকাল সদর থানায় ছেলে আব্দুল ও স্ত্রী আলেয়া বেগমকে আসামি করে সদর থানায় অভিযোগ দায়ের করেন। দৃষ্টি প্রতিবন্ধী বিধবা মহিলা কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি দাবি করেন মিথ্যা বলে ডেকে নিয়ে বাবার ১২ শতক জমি ছলচাতুরি করে নিয়ে ছেলে স্ত্রী আলেয়া বেগমের নামে নিয়ে মারধর করে রাতের অন্ধকারে বাড়ী থেকে বের করে দেয়। খবর পেয়ে তার এক ভাই বাড়ীতে আশ্রয় দেয়। সেখানে ৭০ বছর বয়সে অতি কষ্টে জীবন কাটাচ্ছে। বিধুবা দাবি করে বলেন তার বাবার জমি ছলচাতুরি করে নিয়েছে ছেলে আব্দুল ও আলেয়া বেগম। এসময় তিনি ওই দলিল সঠিক নয় দাবি করেন। সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন।এটি মোটেও ঠিক করে নাই ছেলে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে জানান। এদিকে থানায় বিধুবা অভিযোগ দেয়ায় ছেলে আব্দুল স্ত্রী আলেয়া বেগম ও তিন ছেলে বিধুবাকে মেরে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিচ্ছে জানান বিধুবা হালিমা বেওয়া (৭০)।