দুর্গাপুরে পৌর শহরের দুটি ওয়ার্ডকে রেড জোন ঘোষনা এবং মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় পৌর এলাকার দু’টি ওয়ার্ডকে রেড জোন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
রেড জোন ঘোষনাকৃত এলাকা হলো দুর্গাপুর পৌরসভার ৩ নং ও ৫ নং ওয়ার্ড।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টার দিকে দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানম এলাকা দু’টিকে রেড জোনা ঘোষনা করেন।
এ সময় পৌর শহরে স্বাস্থ্য বিধি না মানায় দুই দোকানদারসহ পাঁচ পথচারীকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অর্থদন্ড দেয়া হয়। এ অভিযান
প্রতিদিন অব্যাহত থাকবে বলে জনান ইউএনও ।
ইউএনও ফারজানা খানম দুটি ওয়ার্ডকে রেড জোন ঘোষনার সত্যত্য নিশ্চিত করে জানান, করোনা ক্রান্তি কালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পযন্ত দোকান খোলা রাখা, এবং ৪টার শুধু পর ওষুধের দোকান খোলা রাখা যাবে ।
স্বাস্থ্য বিধি মেনে রাস্তা ঘাটে চলাচলের সরকারি নির্দেশ জারি করেন তিনি ।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দুর্গাপর পৌর মেয়র আব্দুল সালাম, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার মো. তানজিরুল ইসলাম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান সহ পুলিশ
সদস্যরা উপস্থিত ছিলেন।