মো: আলমগীর হোসেন
বিবাহ বন্ধনে যৌতুক
দেয়া-নেয়া উভয়ই অন্যায়,
অথচ যৌতুক না দিলে
শ্বশুরালয়ে কনের যে নাই ঠায় ।
ইসলামে যৌতুক হারাম
করিয়াছে বিবাহ বন্ধনে ।
কত নব-বধু সংসার ছেড়েছে
যৌতুক লোভীদের অমানুষিক নির্যাতনে ।
অভিশপ্ত যৌতুকের দায়ে
কত নারীর হচ্ছে যে জীবন বলি,
যৌতুকের জন্য কত অপমৃত্যু
হলো ঐ যে রুপা পলি।
সমাজে আজও চলছে!
মহাব্যাধী দেখার কেউ নাই,
রাষ্ট্রের রয়েছে বিধান
তবুও থেমে যে নাই।
এসো তরুন এসো নবীন
সকল বোন ভাই,
বজ্রকন্ঠে আওয়াজ তুলি
যৌতুক নয়, দেনমোহরানা চাই।