পাবনার চাটমোহর পৌরসভার মেয়রের উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডের ছাত্র-ছাত্রীদের মধ্যে করোনাকালীন উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ১৬ জুন মঙ্গলবার সাড়ে ১১টায় পৌর পরিষদ চত্বরে এই খাদ্য সহায়তা প্রদান করেন। এ খাদ্য সহায়তার অনুষ্ঠানে পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার উপদেশ দেন। তিনি আরো বলেন, এই পরিস্থিতি ধৈর্য্য সহকারে আমাদের মোকাবেলা করতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। আমার পৌরসভার কোন মানুষ না খেয়ে থাকবেনা। সবার ঘরে খাবার পৌছে দেওয়া হচ্ছে। প্রত্যেক পরিবারে সরকারের ১০ টাকা কেজির চালের রেশন কার্ড দেওয়া হয়েছে। আগামীতে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন মিয়া, দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেলালুর রহমান জুয়েল, সেনেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ। খাদ্য বিতরণ অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলরবৃন্দ,কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ২০ কেজি চাল, এক কজি ডাল ও লবণ প্রদান করা হয়।