স্বাস্থ্য অধিদপ্তরে কীটসহ ২টি পিসিআর মেসিন দিলেন ইন্ট্রা ফুড এন্ড বেভারেজের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ খান


আর কে আকাশ,: স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালি কার্যালয়ে কীটসহ ২ টি পিসিআর মেসিন দিয়েছেন ইন্ট্রা ফুড এন্ড বেভারেজের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ খান। আজ সোমবার বেলা ১১ টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এর কাছে ৪০০ কিটসসহ কোরিয়ান মিকো বায়োমেট (গরপড় ইরড়সধঃব) হতে আমদানীকৃত
আন্তর্জাতিক মানের নতুন ভার্সন ২টি পিসিআর মেসিন বিনামূল্যে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, অতিরিক্ত
মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, মুবিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার
মামুনুর রশিদ প্রমূখ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ খান ইন্ট্রা ফুড এন্ড বেভারেজের
চেয়ারম্যান মো. মামুনুর রশিদ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইন্ট্রা ফুড এন্ড বেভারেজের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ খান জানান, কোরিয়ান মিকো
বায়োমেট (গরপড় ইরড়সধঃব) হতে আমদানীকৃত আন্তর্জাতিক মানের এই নতুন ভার্সন
পিসিআর মেসিন দিয়ে মাত্র ৩ মিনিটে কোভিড-১৯ ভাইরাস, ডেঙ্গু, চিকুনগুনিয়া,
ডিএসএ টেষ্ট সহ ১২টি জটিল রোগের সঠিক নির্র্ণয় করা যাবে।