নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের নব-নির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের নব- নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯জন কার্যকারী পরিষদের সদস্যের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) রাত ৭ টায় শহরের কানাইখালী ইউনাইটেড প্রেসক্লাবের হলরুমে এই অভিষেক অনুষ্ঠিত হয়। এসময় কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত ব্যক্তিদের নির্বাচন কমিশনার ফুল দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানে নাটোর ইউনাইটেড প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার মো. মুক্তার হোসেন’র সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মো. রেজাউল করিম রেজা বক্তব্যে রাখেন।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- নব-নির্বাচিত সভাপতি মো.নাসিম উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আলী সুফি সান্টু, যুগ্ম সম্পাদক মো.লিটন হোসেন লিমন, কোষাধ্য কালিদাস রায়, কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম, মেহেদী হাসান বাবু। এছাড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক লাকি, গোলাম মোস্তফা, মো. ওমর ফারুক, সোহানসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা প্রেসক্লাবকে এগিয়ে নিতে সকল সহকর্মীদের সহযোগিতা কামনা করেন।