খালেদ আহমেদ :
দালিফ ছিলো মানবতার ফেরিওয়ালা। তার পরিবার পাবনার সম্ভ্রান্ত। দালিফের কাকা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল ছিলো সরকারি এডওয়ার্ড কলেজের ১৯৬৭-৬৮ বর্ষের ছাত্র ইউনিয়নের
ব্যায়ামাগার সম্পাদক আর আমি ছিলাম সমাজ কল্যান সম্পাদক। তখন আমরা ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম। পরবর্তীতে আমি ভিপি হই। তারপর সে তার সততা আর নিষ্ঠা দিয়ে পাবনা ৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সেই পরিবারের ছেলে ফাইয়াজ মুনতাসীর দালিফ ছিলো স্বাপ্নিক মানুষ। সে স্বপ্ন দেখতো অসহায়ের পাশে দারাবার, সেবামূলক কাজ করার বা মানবতার। তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। তার স্বপ্নকে বাস্ববে রূপ দিতে গরে উঠেছে তার নামে “দালিফ ফাউন্ডেশন”। আমি এই ফাউন্ডেশনের সাথে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমি এই সংগঠনের উত্তর উত্তর সফলতা কামনা করছি।
গতকাল ২৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩ টায় বকুলের গলিতে “দালিফ ফাউন্ডেশন”-এর উদ্দ্যোগে সংগঠনের
নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস এসব কথা বলেন।
সংগঠনের ও অনুষ্ঠানের সভাপতি ফরিদুল ইসলাম খোকন বলেন দুই বছর আগে ২০২২ সালের ১১ মার্চ দালিফের স্বপ্ন বাস্তবায়ন করার উদ্দেশ্যে এই সংগঠন প্রতিষ্ঠা হয়।
বয়ঃসন্ধি পরবর্তীতে সুস্থ সবল করে বাচ্চাদের সমস্যাগুলো সাইকিয়াট্রিস্ট এর উপস্থিতিতে কাউন্সিলিং করা হয়। আমরা মুলত ৯ম,১০ম, একদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এ কাউন্সিলিং করে থাকি। যাতে তারা মাদকসহ সকল খারাপ কাজ থেকে দুরে থেকে নিজেকে দেশের সেবা করার যোগ্য হিসাবে গরে তুলতে পারে।
শুধু তাই না গাছ লাগানো, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, খাদ্য বিতরণ, গরম মৌসুমে সরবত বিতরণ ইত্যাদি কাজ করে থাকি।
গতবছর তাপদাহের সময় দালিফ ফাউন্ডেশনের “জলপান কার্যক্রমে” একটানা ৯০ দিন ১শ২০ থেকে ৩০ জনকে সাবমার্সিবলের ঠান্ডা পানি পান, চিড়া, আখের গুড় খাওয়ানোসহ বিভিন্ন সেবামূলক কাজ করেছি।
এখন আরও কিছু নতুন কার্যক্রম হাতে নিয়েছি। তারমধ্যে গতবছর ২৮ জনের মাঝে পবিত্র রমজান উপলক্ষে অসহায় দুস্থ নারী-পুরিষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এবছর সেটা বাড়িয়ে ৪০ জন করেছি। সামনের বছর আরো বাড়ানোর ইচ্ছা আছে।
অনুষ্ঠানে ২০ কেজি চাউল, ২ কেজি ছোলা, ২ লিটার তেল, ৫ কেজি আলু, ১ কেজি লবন, ২০০ গ্রাম পাপড়, আধা কেজি খেজুর, ১০০ গ্রাম হলুদ গুড়া, ১০০ গ্রাম মরিভ গুড়া, ১০০ গ্রাম ধনিয়া গুড়া, ২ কেজি চিনি, ৫ কেজি পিয়াজ, আধা কেজি রসুন ও ২ কেজি মসুর ডাউলসহ প্রত্যেককে ৩ হাজার ৩ শ ৮৫ টাকার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের কার্য নির্বাহী সদস্য ও রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠী পাবনার সভপতি দেওয়ান মাজহার মুন্নু’র সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সামুন সাব্বির, দালিফের কাকা ঠিকাদার সাইফুল ইসলাম লোটন ও যুগ্ন সাধারণ সম্পাদক সাকিল পায়েল।
দালিফের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন তার তিনজন সহপাঠী শাহরিয়ার ইসলাম, তানভীর রহমান ও তাহাসান রিহান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামীম রায়হান চন্দন, সহ সভাপতি আবুল আহসান খান রেয়ন, সাংগঠনিক সম্পাদক আলমগীর সম্রাট, ফজলে রাব্বি ফারুক, বিপ্লব ভৌমিক প্রমুখ।