পাবনায় ২৪ ঘন্টায় নতুন ১0 জনের দেহে করোনা সনাক্ত

পাবনায় ২৪ ঘন্টায়  ১0 জনের দেহে (কোভিড-১৯) করোনা সনাক্ত হয়েছে।এদের মধ্যে সুজানগর উপজেলায় ০৪ জন, আটঘোরিয়া উপজেলায় ০৩, চাটমোহর উপজেলায় ০১, ভাঙ্গুড়া উপজেলায় ০১ এবং  সাঁথিয়া উপজেলায় ০১  জন করোনা সনাক্ত হয়। এ নিয়ে পাবনা জেলায় মোট  করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৭ জনে। এ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ্য হয়েছেন ৮জন।

শুক্রবার(১২’জুন)বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমের দায়ত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. আব্দুর রহিম।এছাড়াও সিভিল সার্জন সূত্রে আরও জানা যায় জেলায় করোনা উপসর্গ নিয় ২৪ ঘন্টায় ০৩ জনের মৃত্যু হয়েছে।এরা হলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার আজাহার উদ্দিন (৪৫), পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরের জেমস সুব্রত গোস্বামী (৫০) এবং পাবনার আরিফপুরের আছিরউদ্দিন সরদার স্কুলের শিক্ষক আশরাফ উদ্দিন মাষ্টার (৬৫)। মৃত্যু ব্যাক্তিরা নিজ বাড়ীতে করোনা উপসর্গ জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।