রাজশাহীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক স্কুল শিক্ষকসহ গৃহিনী মৃত্যু বরণ করেছে। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গতকাল শুক্রবার (১২ জুন) ভোর ৩টা এবং সকাল সোয়া ৭টার দিকে তারা মারা যান। মৃত ব্যাক্তিরা হলেন,নওগাঁ সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের চিত্তরঞ্জন ম-লের ছেলে চিরঞ্জিত ম-ল (৪৮) এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের নবিকুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৪২)। তবে এ দুইজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা জানতে মৃত্যুর পর চিকিৎসকরা নমুনা সংগ্রহ করেছে। রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মহা. এনামুল হক জানান,নওগাঁর ঘোষপাড়া এলাকার চিরঞ্জিত ম-ল পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার (১১ জুন) দিনগত রাত ২টার দিকে রামেক হাসপাতালে ভর্তি হন। এবং ঘণ্টাখানেক পরেই তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। একই ধরনের উপসর্গ থাকায় ৯ জুন দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাগমারার শ্রীপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের নবিকুর রহমানের স্ত্রী ফাতেমা বেগমকে। তিনি শুক্রবার সকাল ৭টার দিকে মারা যন। লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে রামেক হাসপাতালের উপপরিচালক ডা.সাইফুল ফেরদৌস জানান, মৃত দুই নারী-পুরুষের পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন। তাই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।