রাজশাহীতে সৌদি রিয়াল ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকাসহ তিন প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে মহানগরী বোয়ালিয়া থানার গণকপাড়া মোড়ে অবস্থিত স্টার আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,মাদারীপুর জেলার রাজৈর থানাধীন মাজারকান্দি এলাকার কাঞ্চন ঢালির ছেলে ছালাম ঢালী, শিবচর থানাধীন বাঘমারা এলাকার ইদ্রিস মাতাব্বরের ছেলে নিজাম মাতাব্বর ও রাজৈর থানাধীন শ্রীকৃষ্ণদি এলাকার নোয়াবালি সিকদারের ছেলে জাহাঙ্গীর সিকদার। পুলিশ জানিয়েছে, গত বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে রাজশাহীর কোর্ট চত্বরে প্রতারক নিজাম ও ছালাম সোহাগের কাছে গিয়ে বলেন, তাদের কাছে সৌদি আরবের ৫০ রিয়ালের একটি নোট আছে। তারা সেটি ভাঙাতে চান। কিন্তু কোথায় ভাঙানো যায় তা বুঝতে পারছেন না। এসময় সোহাগ তাদেরকে ৫০০ টাকা দিলেই ৫০ রিয়ালটি তারা তাকে দিবেন। তাদের কথায় সায় দিয়ে সোহাগ ৫০০ টাকায় রিয়ালটি কিনে নেন। এরপর ছালাম ও নিমাজ সোহাগের মোবাইল নম্বর নিয়ে চলে যান। এবং রাতে তারা সোহাগের মুঠোফোনে কল দিয়ে জানান, তাদের কাছে আরও রিয়াল আছে। দিতে চান। দেড় লাখ টাকা দিলে তাকে তিন লাখ টাকা সমমূল্যের রিয়াল দেয়া হবে। লোভে পড়ে এই রিয়াল নিতে রাজি হয়ে যান সোহাগ। এরপর কথামতো বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সাহেববাজারে সোহাগের সঙ্গে নিজাম, ছালাম ও জাহাঙ্গীর দেখা করেন। তারা সোহাগের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে নেন। এরপর তাকে একটি শপিং ব্যাগ হাতে ধরিয়ে দেয়া হয়। পরে তারা তিনজন চলে গেলে সোহাগ কিছুক্ষণ পর ব্যাগটি খুলে দেখেন, ভেতরে মাত্র চারটি ৫০ রিয়ালের নোট রয়েছে। এর সঙ্গে কিছু খবরের কাগজ ভাঁজ করে রাখা হয়েছে। এমন প্রতারণার পর সোহাগ বোয়ালিয়া থানায় ছুটে যান। পুলিশকে খুলে বলেন সবকিছু। এরপর প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযানে নামে পুলিশ। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মনের দিকনির্দেশনা মোতাবেক রাত ৯টার দিকে উপ-পরিদর্শক (এসআই) আবদুল মতিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ-আল-মামুন এবং নাজমুল ইসলামসহ পুলিশের একটি দল নগরীর গণকপাড়া এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, আটকের সময় তিনজনের কাছ থেকে ৫০ রিয়ালের চারটি নোট এবং কিছু খবরের কাগজ জব্দ করা হয়েছে। আর তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।