যশোরের শার্শা সীমান্তে গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রামের গাজি পাড়া ইছামতি নদীতে শরিফুল ইসলাম(২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শরিফুল পুটখালী রাজগঞ্জ গ্রামে মৃত ইসহাকের ছেলে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে।
বুধবার (১০জুন) সকাল ১১টার সময় লাশটি এলাকাবাসি দেখতে পেয়ে বিজিবি ও পুলিশ কে খবর দিলে লাশটি উদ্ধার করে।
পাঁচ ভুলোট গ্রামের নিসার আলী জানান, বুধবার বেলা ১১ টার দিকে স্থানীয় লোকজন নদীতে গেলে নিহতের লাশ দেখে বিজিবিকে খবর দেয়।
ঘটনাস্থলে বিজিবি গিয়ে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গত ৮ জুন যুবকটি নিখোজ হয়। তার আতœীয়স্বজনরা খোজাখুজি করে তার কোন সন্ধান পায় নাই। আজ দুই দিন পর পাঁচ
ভুলোট গ্রামের গাজিপাড়া ইছামতি নদীতে লাশ ভাসতে দেখে। সে ভারত থেকে মাঝে মধ্যে গরু আনতে যায়। নিহত যুবকের চাচা বলেন, নিখোজ
হওয়ার রাতে রাজগজ্ঞ গ্রামের তাজুলের সাথে বাহির হয়। তাজুল বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন দিয়ে ভারত থেকে গরু ও বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশের প্রবেশ করান। নিহত শরিফুল তার লোক বলে সীমান্তের একাধিক সূত্র জানান।
নাভারন সার্কেল এএসপি ইমরান খান ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকতা বদরুল আলম ও বিজিবি নায়েব সুবেদার মজিবুর রহমানের উপিস্থিতে লাটি উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত ক্যাম্পের অফিসার ইনচার্জ উত্তম কুমার ও এসআই আনারুল ইসলাম জানান, বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে কি জন্য হত্যা করা হলো ময়নাতদন্তের রিপোট না দেখে নিশ্চিত করা যাচ্ছে না। রিপোট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে সম্ভবত তার বুকে গুলির ক্ষত চিহ্নিত হতে পারে বলে তিনি জানান।