মিনার থেকে ভেসে আসে
ঐ আযানের ধ্বনি
আযানের সব বানী গুলো
কান পেতে শুনি।
মুয়াজ্জিন যা বলেন আযানে
তাতো আল্লাহরই আহ্বান
আযানের ধ্বনি শুনে তখন
দৌড়ে পালায় শয়তান।
ঘুম হইতে নামাজ ভালো
মুয়াজ্জিন ঐ ডাকে
ঈমান নিয়ে আছেন যারা
কেমনে ঘুমিয়ে থাকে।
আল্লাহ বড় আল্লাহ মহান
নামাজের জন্য আসো
আল্লাহ ছাড়া মাবুদ নাই
কল্যানের পেতে আসো।
আযানের ঐ বানী গুলি
পাঁচ ওয়াক্ত শুনি
কাজ ছেড়ে তৈরি হয়ে
নিয়মিত মানি।
পাঞ্জেগানা নামাজ ফরজ
আল্লাহ হুকুম করেন
নামাজ নিয়ে অবহেলা নয়
করতে হবে কায়েম।
নামাজ আল্লাহর প্রিয় আমল
যারা করবে পালন
নামাজেতে কল্যান আছে
আছে পাপ মোচন।
নামাজ হলো আল্লাহর হক
ত্রুটি করা যাবেনা
নামাজের হিসাব উত্তীর্ণ হলে
বাকি কঠিন হবে না।
নামাজ দ্বারা আল্লাহর নৈকট্য
অর্জন করা যায়
নামাজ দ্বারা গাফেল থেকে
মুক্তি পাওয়া যায়।
নামাজ হবে নিজের দলিল
শেষ বিচারের দিনে
হিসাব যে তার সহজ হবে
সালাতের কারনে।
কেয়ামতের দিন নূর হবে
নামাজির কপালে
সালাত নাজাতের কারন হয়ে
জান্নাত পাবে সকলে।
আসুন সবাই নামাজ নিয়ে
আর নয় অবহেলা
নামাজ দিয়ে শুরু করি
শুভ সকাল বেলা।