কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের প্রাণ নাশের
হুমকি দিয়েছে স্থানীয় সন্ত্রাসী সিদ্দিক, হেলিম, মজিবুর, আলাল, ইসরাইল গংরা। লিখিত অভিযোগ ও সরজমিনে এলাকা ঘুরে দেখা যায় গোবিন্দপুর
বাজারে ্উপস্থিত দোকানগুলোতে হামলা ও ভাংচুরের চিত্র। ভাংচুর ও হামলার বিষয়ে
মুখ খোলতে রাজি নয় বাজারের সাধারণ ব্যবসায়ীরা। মুখ খুললেই তাদের উপরও
রয়েছে হামলার আশঙ্কা। তবে কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক জানান সন্ত্রাসীরা বাজারের এলাকার হওয়ায় ও বাজারের পাশে তাদের বাড়িঘর
থাকায় তাদের প্রভাব বিস্তার বেশি। এমনকি বাজার কমিটির সাধারন সম্পাদক সন্ত্রাসীগণের নিকট আতœীয়। ফলে অপকর্ম ঘটিয়ে সহজে পার পেয়ে যায় তারা। সন্ত্রাসীদের বিরুদ্ধে থানা পুলিশও কোন ভুমিকা নিতে দাবী এলাকাবাসীর। বিষয়টি নিয়ে বাজার কমিটির সভাপতি বলেন উক্ত ঘটনার তীব্র
নিন্দা জানাচ্ছি ও দোষীদের শাস্তি দাবী করছি। যাদের দোকানে হামলা ভাংচুর করেছে তারা প্রাণভয়ে ব্যবসায় করতে আসে না এটা আমার জানা নাই তবে তারা আসলে কোন সমস্য হবে না। ব্যবসায়ী সাইফুল বলেন গত ১১/০৫/২০২০ ইং
তারিখে সন্ধ্যায় মধ্য গোবিন্দপুর এলাকায় গোলাপ, রেনু, বাবুল, মানিক, বিল্লাল সহ অনেকের দোকানে হামলা ও লুটপাট করে এলাকার সিদ্দিক গংরা। তার
বিচার না পেয়ে জান মালের নিরাপত্তার জন্য ক্ষতিগ্রস্থরা এখনও বাজারে আসতে
পারে না। যার ফলে প্রায়ই এসব দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যাচ্ছে
সন্ত্রাসী চক্রের লোকজন। বিষয়টি নিয়ে এলাকার অন্য ব্যবসীরা বলেন সিদ্দিক,
হাবুল গং সন্ত্রাসীরা এর পূর্বে একই এলাকার মাতু মিয়াকে মারধর করে তার শরীর থেকে পা বিচ্ছিন্ন করে ফেলে। যাহার মামলা নং ০৭০৭ (২৮/০১/২০০৫)
বিষয়টি নিয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান উক্ত বিষয়ে মানিক মিয়া বাদী হয়ে গত ০৩/০৬/২০২০
হোসেনপুর থানায় একটি মামলা রজু হয়েছে যাহার নং ০৩ আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব।