বড়াইগ্রামে দুর্নীতির অভিযোগে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের লাইসেন্স বাতিল


নাটোরের বড়াইগ্রামে ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে গোপাল চন্দ্র নামের এক ডিলারের লাইসেন্স বাতিল এবং তার সহযোগী ফারুক হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ। এছাড়া চাল বঞ্চিত কার্ডধারীদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন তিনি। অভিযুক্ত ডিলার গোপাল চন্দ্র উপজেলার জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং তার সহযোগী ফারুক হোসেন একই ইউনিয়নের চৌমুহন গ্রামের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা খাদ্য অফিস সুত্রে জানা যায়, ডিলার গোপালচন্দ্র কিছু কার্ডধারী গ্রাহকের কার্ডের বিপরীতে ভূঁয়া স্বাক্ষর দিয়ে তিনি ও তার সহযোগী ফারুক হোসেন চাল আতœসাৎ করে আসছিলেন। এ ব্যাপারে ভুক্তভোগী চৌমুহন গ্রামের কার্ডধারী আশরাফুল ইসলাম, ভুট্টু মিয়া, ছমিরন বেগম, রাশেদা বেগম, জালাল উদ্দিন ও জাহিদ হোসেন ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। পরে ইউএনও তদন্তের ভিত্তিতে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এ দন্ড দেন।