নেত্রকোনার দুর্গাপুরে ২ পুলিশসহ ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুই
পুলিশ সদস্য ১মাসের জন্য নেত্রকোনা পুলিশ লাইন থেকে দুর্গাপুর থানায় কর্মরত ছিল।
পুলিশের একজন উপ-সহকারি পরির্দশক (৩৩), অন্যজন কনস্টেবেল (২৮)। বাকি ৪ জনের ৩জন
ঢাকা ফেরতের মধ্যে ১জন সদর ইউনিয়নের বাসিন্দা, বিরিশিরি ইউনিয়নের ১জন,অন্যজন
কলমাকান্দা উপজেলার সে দুর্গাপুরে বসবাস করে। আর একজন সামাজিক সংত্রুমের ফলে
এই প্রথম দুর্গাপুরে কোন ধরণের আলামত ছাড়াই করোনা পজিটিভ এসেছে। পৌর
সদরের তার বাসা। সে পেশায় সদরের কৃষি ব্যাংক শাখার লোন অফিসার (৩৬) হিসেবে
কর্মরত ছিল। এ নিয়ে দুর্গাপুর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ জন ।
উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এ এস এম তানজিরুল
ইসলাম রায়হান জানান, গতকাল শুক্রবার রাতে থানায় কর্মরত ২ পুলিশ সদস্যসহ ৬ জনের
করোনাভাইরাস পজিটিভ এসেছে। সর্বমোট সংগৃহিত ২১৩ টি নমুনার মধ্যে প্রাপ্ত
ফলাফল ১৯৬ টি। এ নিয়ে মোট সনাক্ত কৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪, সুস্থ ০৭ জন।
সামজিক সংক্রমনের ফলে স্থানীয় এই প্রথম একজনের শরীরে করোনা পজিটিভ এসেছে।
কোন ধরণের সিনটম ছাড়াই করোনা সংক্রমিত হলেন স্থানীয় ব্যক্তি। সামাজিক দূরত্ব নিশ্চিত খুবই জরুরী। স্বাস্থ্য বিধি মেনে চলুন, নিরাপদ থাকুন।