আলীকদমে সেনা পুলিশের অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার


বান্দরবানের আলীকদমে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে আলীকদম উপজেলার লাংরিং পাড়ায় এই অভিযান পরিচালনা করে আলীকদম সেনা জোন ও আলীকদম থানা। অভিযান দলের নেতৃত্ব দেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফ শামীম পিএসসি ও আলীকদম থানার এস আই আমিনুল ইসলাম। এসময় ২ টি অস্ত্র,গুলি ও ১২শত ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আলীকদম থানার অফিসার্স ইনচার্জ কাজী রকিব উদ্দিন জানান, আলীকদম সদর ইউনিয়নের দুর্গম লাংরিং পাড়াস্থ পাশ্ববর্তী পাহাড়ের একটি অব্যবহৃত ঘরে এসব অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা মজুদ করেছে সন্ত্রাসীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত টিনশেড ঘর থেকে পলিথিন মুড়িয়ে চুলার নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরী এলজি, ১টি দেশীয় তৈরী রিভালবার,১৯ রাউন্ড ৯এমএম গুলি, ৪ রাউন রিভলবার এর গুলি ও ১২শত ৬০ পিস ইয়াবা করা হয়েছে। তবে অভিযান দলের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়াতে কাউকে আটক করা সম্ভব হয়নি।