মাধপুর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়ে ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার সুনামধন্য মাধপুর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক রমজান আলী শেখের সার্বিক দিকনির্দেশনায় অতিথিরা ক্রিড়া উদ্বোধন করেন। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিএম সোহেল রানা ও তার সহকারীদের পরিচালনায় দিন ব্যাপী ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা হয়। বিকালে পুরস্কার বিতরন সভায় খেলা ধুলা ও লেখাপড়ার দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন এবং পুরস্কার বিতরন করেন সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাদের বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার আঃ রাজ্জাক, দৈনিক আমাদের সময় সাঁথিয়া উপজেলা প্রতিনিধি আবু ইসহাক, স্থানীয় ইউপি সদস্য বাচ্চু খা, আঃ আওয়াল, আক্তার হোসেন, ব্যবসায়ী রেজাউল করিম, আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষক, স্থানীয় সুধীবৃন্দ ও শিক্ষার্থীর অভিভাবকেরা।