সুস্থ ৫৬ জন : মৃত ২ জন নতুন আরো ১১ জনসহ দিনাজপুরে জেলায় করোনায় আক্রান্ত ২৬৬

গত ২৪ ঘন্টায় নতুন আরো ১১ জনসহ দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে পার্বতীপুর উপজেলায় ০৭ জন, সদরে ০২ জন, চিরিরবন্দরে ০১ জন ও খানসামা উপজেলায় ০১জন রয়েছে। ইতিমধ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একজন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।

দিনাজপুর সিভিল সার্জন ডা: মো: আব্দুল কুদ্দুছ বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টায় জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ২৬৬ জনে। এ সময়ে নবাবগঞ্জ উপজেলায় একজনসহ এ পর্যন্ত ৫৬ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। করোনা আক্রান্ত হয়ে জেলার সদর ও চিরিরবন্দর উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দুইজনের মধ্যে সদর উপজেলায় একজন পুরুষ ও চিরিরবন্দর উপজেলায় একজন নারী রয়েছেন।

তিনি জানান, আক্রান্ত ২৬৬ জনের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৬৬ জন (মৃত একজনসহ), কাহারোলে ১২ জন, বিরলে ৩০ জন, বোচাগঞ্জে ৯ জন, পার্বতীপুরে ২১ জন, ফুলবাড়ীতে ৮ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৪ জন, খানসামায় ১০ জন, বিরামপুরে ২৭ জন, ঘোড়াঘাটে ২৬ জন, চিরিরবন্দরে ১৭ জন (মৃত একজনসহ) ও বীরগঞ্জ উপজেলায় ১৩ জন। আর বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৬৮ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২৮ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ জন ও দুইজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা: মো: আব্দুল কুদ্দুছ আরো জানান, বুধবার ৩ জুন দিনাজপুর ল্যাব হতে ৫৯টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১১টি নমুনার ফলাফল পজিটিভ, ৩ টি নমুনার ফলাফল ফলোআপ পজিটিভ ও বাকী ৪৫টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।

এ নিয়ে দিনাজপুর জেলায় মোট করোনায় (কোভিট-১৯) প্রমানিত রোগির সংখ্যা দাড়ালো ২৬৬ জন। এছাড়া বুধবার ১২৭টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় ১১৯ জনসহ বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৮৫ জন।