বগুড়ায় গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসকসহ নতুন
করে আরও ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার রাত ৮টায় ভিডিও বার্তার মাধ্যমে জেলার সর্বশেষ করোনা পরিস্থিতির তথ্য তুলে ধরেন। তিনি জানান, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ১৫৩টি নমুনা পরীক্ষায়
১৫ জনের পজিটিভ পাওয়া যায়। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজে ২৮টি নমুনার মধ্যে ১১ জনের করোনা সনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে
১৭ জন পুরুষ, ৭ জন মহিলা এবং ১৮ বছরের নিচে শিশু রয়েছে ২ জন।
বরাবরের মত উপজেলাভিত্তিক আক্রান্তের মধ্যে বগুড়া সদরই শীর্ষে রয়েছে।
নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে ১৪ জনের বাড়ি বগুড়া সদরে। নতুন আক্রান্তদের অধিকাংশেরই কোনো উপসর্গ নেই। তাই তাদের নিজ নিজ
বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন বগুড়া স্বাস্থ্য বিভাগ।
এদিকে ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আরো জানান, বগুড়ায় পেশাজীবী হিসেবে পুলিশ সদস্যরাই বেশি করোনায় আক্রান্ত হয়েছেন।
একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলায় ওই বাহিনীর ৪৫ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়া ১৩ জন চিকিৎসক, ১২ জন
নার্স, দুজন স্বাস্থ্যকর্মী, ১৫ জন কারারক্ষী এবং বন্ধ করে দেওয়া চাষী বাজারের মাছের আড়তের ৩৪ জন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে ইতিমধ্যেই।