সিরাজগঞ্জের তাড়াশে পুর্ব শক্রতার জের ধরে মাছ চাষকৃত পুকুরে কীট-নাশক প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় লাখ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ফলে ওই পুকুর মালিক দিশেহারা হয়ে পরেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার সরাপপুর গ্রামের সোহেল রানার পুকুরে।
অভিযোগে সুত্রে জানা গেছে, তাড়াশ পৌর শহরের চক সরাপপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সোহেল রানা সরাপপুর গ্রামের ১৬বিঘা কৃষ্ণাদিঘী পুকুরটি লিজ নিয়ে ৪ বছর ধরে মাছ চাষ করে আসছিল। চাষকৃত মাছ বিক্রির উপযুক্ত হওয়ায় গত কয়েক দিন ধরে সোহেল রানা মাছ বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন।
এর মধ্য গত রাতে কে বা কাহারা কীটনাশক প্রয়োগ করে। এতে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার মাছ মরে গেছে। সকালে মাছ চাষী পুকুরে গিয়ে দেখতে পায় তার পুকুরের মাছ মরে ভেসে উঠছে । এ ব্যাপারে মাছচাষী সোহেল রানা জানান, আমার ধারনা পুর্ব শক্রতার জের ধরে আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে আমার ১০ থেকে ১২ লক্ষ টাকার মাছ মরে গেছে।
এ ব্যাপারে তাড়াশ থানায় জিডি করা হয়েছে।