স্টাফ রিপোর্টার,ঈশ^রদী ।। প্রয়াত ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফের স্ত্রী, রাজনৈতিক সহচর এবং ঈশ^রদী মহিলা আওয়ামীলীগ সভাপতি কামরুন্নাহার শরীফের নেতৃত্বে এবং সার্বিক আর্থিক সহায়তায় আবারও এক হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। ইতিপূর্বেও সাবেক ভুমিমন্ত্রীর মৃত্যুর পর তাঁর চেহলাম ও মাগফেরাত কামনায় করোনায় ঘরবন্দি হয়ে পড়া অসহায় মানুষের সেবায় ঈশ^রদী-আটঘরিয়া এলাকার সকল পৌরসভা ও ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে প্রায় ২০ হাজার পরিবারে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সাবেক ভুমিমন্ত্রীর ছেলে ঈশ^রদী উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য গালিবুর রহমান শরীফ ও সাবেক ছাত্রনেতা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সাবেক সদস্য গালিবুর রহমান শরীফ সমন্বয়ের ভিত্তিতে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। আজ রবিবার সকালেও একই কারণে একইভাবে কামরুন্নাহার শরীফের নেতৃত্বে সাত নম্বর ওয়ার্ডের ঈশ^রদী পূর্বটেংরী গার্লস স্কুলে আয়োজন করা হয় খাদ্য বিতরণী অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে খাদ্য বিতরণীর উদ্বোধন,বিতরণ ও বিশেষ মোনজাত পরিচালনা করেন,সাবেক ছাত্রলীগনেতা ও আওয়ামীলীগের কেন্দ্রিয় নেতা সাকিবুর রহমান শরীফ কনক। এসময় আওয়ামীলীগ নেতা গোলবার হোসেন,যুবলীগ নেতা আলাউদ্দিন বিপ্লব, রুশো খান,ছাত্রলীগ নেতা খন্দকার আরমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। খাদ্য বিতরণ অনুষ্ঠানে সাকিবুর রহমান শরীফ কনক বলেন,আমার বাবা প্রয়াত শামসুর রহমান রহমান শরীফ সারা জীবন ঈশ^রদীসহ পাবনা জেলাবাসীর জন্য কাজ করে গেছেন। আপনাদের সিয়ে সারাজীবন চিন্তাভাবনা করে অনেক কাজ করেছেন। তিনি তার বাবার জন্য দোয়া চেয়ে বলেন,বাবা তার সাধ্যমত চেষ্টায় ঈশ^রদী-আটঘরিয়ায় রাস্তাঘাট,স্কুল কলেজ নির্মাণসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে নানাভাবে সহযোগিতা করেছেন। তিনি তার মাতার জন্য দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।