বড়াইগ্রামের আলী আকবর চেয়ারম্যানের নেতৃত্বে ৪ সহস্রাধিক নেতাকর্মীর বিএনপির জনসভায় যোগদান

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোর জেলা বিএনপির উদ্যোগে সোমবার শহরে বিপুল নেতাকর্মীর সমাগমে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহ যোগ দিয়েছেন। তাদের মধ্যে বড়াইগ্রাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবরের নেতৃত্বাধীন মিছিলটি সবার দৃষ্টি কেড়েছে। সোমবার জনসভা চলাকালে মোট ২৮ টি বাস, ১৭ টি হাইএস মাইক্রোবাস ও দেড় শতাধিক মোটর সাইকেলের বহরে প্রায় ৪ হাজার নেতাকর্মী নিয়ে তিনি জনসভায় যান। শহরে ঢোকার মুখে বাসসহ সব যানবাহন রেখে হাজার হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে তিনি বিশাল মিছিলসহ জনসভায় যোগ দেন। এ সময় জনসভা মঞ্চ থেকে মাইকে তাদেরকে ধন্যবাদসহ স্বাগত জানানো হয়। এ সময় তার সঙ্গে জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সেক্রেটারী জুলহাস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী, যুগ্ন সম্পাদক সাদেক আলী, বিএনপি নেতা সুমন হোসেন, মনির হোসেন ও মাসুম বিল্লাহসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবদল নেতা সুমন হোসেন বলেন, আমাদের নেতা আলী আকবর চেয়ারম্যান বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জনসভায় যোগ দিয়েছেন। তার সঙ্গে আসা নেতাকর্মীরাই তার জনপ্রিয়তার প্রমাণ। আশা করি আগামী দিনে জেলা বিএনপি ও কেন্দ্রীয় নেতারা উপজেলা বিএনপির কমিটি গঠণের ক্ষেত্রে আমাদের নেতার জনপ্রিয়তা ও দলের প্রতি ত্যাগের মূল্যায়ন করবেন।
বিএনপি নেতা সাদেক আলী বলেন, আলী আকবর বিগত আওয়ামীলীগ সরকারের আমলে উপজেলায় নির্বাচিত বিএনপি দলীয় একমাত্র চেয়ারম্যান। উপজেলার সব এলাকাতেই তার কমবেশি অনুসারী রয়েছে। তিনি আগামীদিনে উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী। তিনি যে সভাপতি হওয়ার যোগ্য এটা বিগত দিনে যেমন প্রমাণ হয়েছে, আজকের জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগ দেয়াটা সে বিষয়টি আবারও প্রমাণ করেছে।