বগুড়ার গাবতলীতে খাদ্যগুদাম থেকে চাল পাচারের সময় গুদাম কর্মকর্তা গাজি মো. শফিকুলকে আটক করেছে পুলিশ। এসময় ১৭ টন চালসহ ট্রাক জব্দ করা হয়।শুক্রবার সকাল ১০টার সময় গাবতলী উপজেলার সাবেক পাড়া সরকারি খাদ্যগুদাম থেকে তাকে আটক করা হয়।জানা গেছে, শুক্রবার সরকারি ছুটির দিনে সাবেকপাড়া সরকারি খাদ্যগুদাম সংলগ্ন রাস্তায় ট্রাকে চাল লোড করা হচ্ছিল। ট্রাক গুদামের ভিতরে না ঢুকিয়ে বাহিরে রেখে গুদাম থেকে চাল লোড করার বিষয়টি স্থানীয় লোকজন সন্দেহের চোখে দেখে। তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ সেখানে গিয়ে ট্রাকসহ চাল জব্দ করেন। এসময় গুদাম কর্মকর্তা ১৭ টন চালের একটি ডেলিভেরি অর্ডার (ডিও) পুলিশকে দেখায়। পুলিশ জিজ্ঞাসাবাদের কথা বলে খাদ্যগুদাম কর্মকর্তা গাজী মো. শফিকুলকে থানায় নিয়ে যান।সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ১৭টনের একটি ডিও পাওয়া গেছে, খাদ্য গুদাম কর্মকর্তা গাজী মোঃ শফিকুলকে জিজ্ঞাসাবাদের পর যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে ।গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান জানিয়েছেন, গুদাম কর্মকর্তাকে চালসহ থানায় নিয়ে আসার খবরটি ওসি সাহেব আমাকে জানিয়েছেন, ওসি আরো জানিয়েছেন ১৭টন চালের একটি ডিও তার কাছে পাওয়া গেছে । তবে এই মূহুর্তে ১৭টনের কোন ডিও দেয়া হয়নি । সার্বিক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।