গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নোভেল করোনা ভাইরাস জয়ী ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র সরকারকে বাংলাদেশ প্যারামেডিক্যাল ডাক্তার এসোসিয়েশন বিপিডি গাইবান্ধা জেলা শাখার পক্ষ হতে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার উত্তরবঙ্গ পুপুলার ডায়াগনস্টিক সেন্টারে বিশ্বেশ্বরকে সসম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলার সংগ্রামী সভাপতি ডাক্তার এম এ রহিম মিয়া। গাইবান্ধা জেলা শাখার আহবায়ক ডাক্তার জিয়াউল হক সিদ্দিকী, পীরগাছা উপজেলার সভাপতি ডাক্তার মনিরুজ্জামান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক ডাক্তার নূর মোহাম্মদ, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সদস্য ডাক্তার আশরাফুল ইসলাম। ডাক্তার বিশ্বেশ্বর উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে এবং গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার। করোনা জয়ী ডাক্তার বিশ্বেশ্বর জানান, আমি একজন চিকিৎসক, করোনা আমার হতেই পারে। সে মানসিকতা নিয়েই রোগীদের সেবা দিয়ে আসছিলাম। তিনি ইশ্বরের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, আমার পরিবার, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও উপজেলা প্রশাসনের আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে কর্মরত অবস্থায় গত ২৫ এপ্রিল ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র সরকারের দেহে করোনার নমুনা পাওয়া গেলে নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয় তাকে। পরে গত ৯ মে এবং ১২ মে নমুনা পরীক্ষায় নেগেটিভ পাওয়া যায়।