নাটোরে পুলিশ সদস্যদের মাঝে নেবুলাইজার, অক্সিজেন সিলিন্ডার, ট্রান্সমিশন সেট বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা


নাটোর প্রতিনিধি–নাটোরে করোনা যুদ্ধের অন্যতম সৈনিক পুলিশ সদস্যদের নিয়ে নেবুলাইজার, সাকশান মেশিন, অক্সিজেন সিলিন্ডার, ট্রান্সমিশন সেট বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে শহরের পুলিশ লাইনের দরবার হলে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে জেলা সিভিল সার্জন অফিস, সদর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
অনুষ্ঠানে বিভিন্ন সার্কেল এএসপি, সকল থানা, পুলিশ ফাড়ির প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালাশেষে পুলিশ সদস্যদের মাঝে নেবুলাইজার, সাকশান মেশিন, অক্সিজেন সিলিন্ডার, ট্রান্সমিশন সেট বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, এডিশনাল এসপি আকরামুল ইসলাম, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন ডাঃ মাহাবুবুর রহমান ডাঃ রাজেশ কুমার এবং ডাঃ মাহাবুব হোসেন। পুলিশ সদস্যরা জীবনের ঝুকি নিয়ে করোনাকালে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালে পুলিশ সদস্যদের আরো বেশি কার্যকর ও সময়োপোযোগী করে তৈরী করার বিষয়টি বিবেচনা করে এই কর্মশালার আয়োজন করা হয়।