জন্মভূমিতে ঈদের নামাজ আদায় করলেন এমপি মকবুল হোসেন


পাবনা-৩ আসনের (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন নিজের জন্মভূমি ভাঙ্গুড়া উপজেলার সরদার পাড়া গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। আজ সোমবার সকালে ভাঙ্গুড়া পৌর শহরের সরদার পাড়া মহল্লার মসজিদে তিনি অন্যান্য মুসল্লিদের সাথে ঈদের জামাতে নামাজ আদায় করেন। এ সময় মসজিদে উপস্থিত শতাধিক মুসল্লির মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখা হয়। মুসল্লিদের ঈদের নামাজ পড়ান উপজেলার পাথরঘাটা গ্রামের বিশিষ্ট মাওলানা ও ভাঙ্গুড়া পৌর শহরের হাজী গয়েজ উদ্দিন মহিলা ফাযিল মাদরাসার মাওলানা শিক্ষক জহুরুল ইসলাম। পবিত্র ঈদের জামাতের নামাজ ও খুতবা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় বিশ্বের সকল মানুষের মঙ্গল ও কল্যাণ কামনা করা হয়। এছাড়া বর্তমানে করোনার দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করা হয়। এ সময় সংসদ আলহাজ্ব মকবুল হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।