নাটোরে পত্রিকা বিক্রেতাদের মাঝে বাংলাদেশ প্রতিদিন পরিবারের ঈদ উপহার বিতরণ


নাটোর প্রতিনিধি–নাটোরে জেলায় কর্মরত ৫০ জন সংবাদপত্র বিক্রেতারমধ্যে ঈদের উপহারসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ প্রতিদিন পরিবার
।শনিবার (২৩ মে) দুপুরে নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকায় তাদের মাঝে এই উপহারসামগ্রী বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম
আহবায়ক আহম্মেদ সেলিম এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি
ফোরের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিম । এ সময় আরোও উপস্থিত ছিলেন নাটোর জেলা সংবাদ সংবাদপত্র হকার্স ইউনিয়ননের
সাধারণ স¤পাদক সামসুজোহা,সাংগঠনিক স¤পাদক দিলীপ দাস, বিশিষ্ট সমাজসেবক মলয় কুমার রায় ,গণমাধ্যমকর্মী খান মামুন,
সাব্বির হোসেন,ছাত্রলীগ নেতা আজমাইন স্বাদ ।
এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আহম্মেদ সেলিম বলেন, ‘করোন পরিস্থিতিতে নাটোরে সংবাদপত্র হকারদের আয় রোজগারের পথ বন্ধ হওয়ার
পথে। সেই সঙ্গে গৃহবন্দি হয়ে তাদের অনেকেই খেয়ে না
খেয়ে রোজা পালন করছেন। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতর। এ সময়ে মানবিক
দিক বিবেচনা করে বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে ৫০ জন সদস্যের
মধ্যে ঈদের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হলো। এই দুর্যোগের সময়ে
বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে সামান্য হলেও তাদের হাতে কিছু একটা
তুলে দিতে পেরে অত্যন্ত ভালো লেগেছে।’
পত্রিকা বিক্রেতারা ঈদ সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান,
অনেক সংবাদপত্রের পক্ষ থেকে হকার্সদের নামের তালিকা নেয়া হলেও আমাদের
কোন সহযোগীতায় করা হয়নি । বাংলাদদেশ প্রতিদিনের শ্রদ্ধেয় স¤পাদক
নঈম নিজাম স্যারের পক্ষ থেকে নাটোর প্রতিনিধি প্রতিবারের ন্যায়
তাদেরও পাশে দাঁড়িয়েছেন। এজন্য তারা খুব খুশি। ভবিষতেও বাাংলাদেশ
র্প্রতিদিন পরিবার তাদের পাশে থাকবেন এমন আশা তারা করেছেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি ভাতের চাউল,১ কেজি পোলাাও চাল, আলু
২ কেজি, ১ কেজি ডাল,লাচ্ছা সেমাই ২ প্যাকেট,চিনি ১ কেজিএবং
গুড়ো দুধ ।