কলমাকান্দায় বেদে পল্লীতে নেত্রকোনার এসপির সহায়তা

নেত্রকোনার কলমাকান্দায় করোনা পরিস্থিতিতে দুশ্চিন্তায় দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। কাজ না পেয়ে ঘরে বন্দি তারা। এসময় সবচেয়ে বেশি দুর্বিপাকে পড়েছেন ভাসমান বেদে সম্প্রদায়ের লোকজন। আর অবহেলিত এ সম্প্রদায়ের মাঝে ২৪ তম বিসিএস ফোরাম থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কলমাকান্দা নদীরপাড় বেদেপল্লীতে চাল, ডাল, তেল, আলু, লবন, সেমাই, চিনি, গুড়া দুধ, পিয়াজসহ ৪৭টি পরিবারের কাছে তিনি তুলে দেন খাদ্য সহায়তা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সহকারি পুলিশ সুপার (দুর্গাপুর-কলমাকান্দা সার্কেল) মাহমুদা শারমিন নেলী, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল করীম, ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় পুলিশ সুপার জানান, চলমান সংকটে ভাসমান মানুষের (বেদে সম্প্রদায়) অবস্থা খুবই করুণ। তাই যারা সরকারি ভাবে কোন খাদ্য সহায়তা পাচ্ছেন না, তাদের খুঁজে বের করে তাদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।