সুনামগঞ্জ জেলার মধ্যনগর সদর বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী
করোনার প্রভাব প্রতিরোধে তার ফেসবুক আই ডি তে বাজারের ব্যাবসায়ীদের
উদ্দেশ্যে এবছর হালখাতা বন্ধের নির্দেশনা দেন।
হালাখাতা ব্যাবসায়ী
প্রতিষ্টানের বাৎসরিক বকেয়া টাকা উত্তোলনের মাধ্যমে মিষ্টি মুখ করানো বৈশিক
করোনা মহামারি সময়ে হালখাতা অমানবিক তাই হালখাতা পরিহার করে,সামাজিক
দুরত্ব বজায় রাখতে ব্যাবসায়ীদের প্রতি আহ্বান জানান।
পোষ্টের বিপরীতে অনেকেই ব্যাবসায়ী প্রশ্ন তুলেছে যে, ব্যাবসায়ীরা প্রনোদনার আওতায় আসবে কী না ?
উত্তরে
সভাপতি অমরেশ রায় চৌধুরী জানান—-মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ভাবে
সহযোগিতা করছেন,করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব অমানবিক
বিষয় গুলি বর্জন করা উচিত। এবং ত্যাগী ব্যাবসায়ীদের কোন প্রনোদনার আওতায়
আনা যায় কিনা সেদিকে চেষ্টা করা হবে।